| |
               

মূল পাতা আন্তর্জাতিক ট্রাম্পের জন্য প্রথমবারের মতো বন্ধ রাখা হলো আমিরাতের মসজিদ


ট্রাম্পের জন্য প্রথমবারের মতো বন্ধ রাখা হলো আমিরাতের মসজিদ


আন্তর্জাতিক ডেস্ক     17 May, 2025     02:50 PM    


সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একারণে প্রথমবারের মতো এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল মসজিদটি। সেখানে সারাদিন কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

বৃহস্পতিবার (১৫ মে) ট্রাম্প এ মসজিদটিতে যাওয়ায় সেখানে মুসল্লিদের প্রবেশ বন্ধ রাখা হয়।

তার সম্মানে মসজিদটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথমবারের মতো তারা একদিনের জন্য মসজিদটি বন্ধ রেখেছিল। এটি আমেরিকার জন্য একটি সম্মান। আমি মনে করি, আমার চেয়ে এটি পুরো দেশের (আমেরিকার) জন্য একটি সম্মান। এটি অসাধারণ সম্মান।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এটির সাদা মার্বেলের গম্বুজ ইতালিয়ান মার্বেলের তৈরি মেঁঝের জন্য বিখ্যাত। এগুলোতে বিভিন্ন ফুলের ডিজাইন রয়েছে। ট্রাম্পের পরিদর্শনের জন্য গতকাল সারাদিন মসজিদটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ সময় সেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান।

 

সূত্র: ওয়াশিংটন পোস্ট